বিশ্বের ৬৭ টি দেশের ৭৯২ টি শহরের বাতাসের মান নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে WHO. (World health Organization)। প্রতিবেদনটিতে বলা হয়েছে মেগাসিটিগুলোতে বায়ুদুষনের দিক থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা ৩য় স্থানে রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে এই দূষনের মাত্রা আরো বাড়ছে।ভারতের রাজধানী দিল্লী, মিশরের রাজধানী কায়রো এর পরেই ঢাকার অবস্থান। বাংলাদেশের পরিবেশবাদীদের মতে ঢাকা মহানগরীর ৯০ শতাংশ মানুষ বায়ুদূষণ এর শিকার। ২০১৩ সালে শুধুমাত্র চীনে ১৬ লক্ষ মানুষ আর ভারতে ১৩ লক্ষ মানুষ মারা গেছে বায়ুদূষণসংক্রান্ত রোগ ব্যাধির কারনে। আর শীতকালে বায়ু শুষ্ক থাকার কারনে এই মাত্রা আরো বেড়ে যায় ফলে সর্দি কাশির মতো বিভিন্ন রোগ ব্যাধির পরিমান ও বাড়তে থাকে। তাছাড়া বায়ুদূষণের ফলে বায়ুতে অতিরিক্ত ধূলাবালি থাকার কারনে তা ফুসফুসে গিয়ে স্লিকোসিস এর উদ্ভব ঘটায়। যাকে COPD ( Coronary Obstacles Palmonary Disease) এর পরবর্তী ধাপ বলা হয়।
বাতাসের গাড়ির কালো ধোয়ায় মিশ্রিত কার্বন মনো অক্সাইড আমাদের ফুসফুসে গিয়ে রক্তের সাথে মিশে রক্তে হিমোগ্লোবিন এর পরিমান কমিয়ে দেয়। ফলে সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী বিভিন্ন শারীরিক সমস্যা।
বাতাসের গাড়ির কালো ধোয়ায় মিশ্রিত কার্বন মনো অক্সাইড আমাদের ফুসফুসে গিয়ে রক্তের সাথে মিশে রক্তে হিমোগ্লোবিন এর পরিমান কমিয়ে দেয়। ফলে সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী বিভিন্ন শারীরিক সমস্যা।
চিকিৎসকরা তাই ধূলাবালি পূর্ন অঞ্চলকে এড়িয়ে চলতে বলেছেন। রাস্তায় বের হলে ই মাস্ক ব্যাবহার করতে বলেছেন।
Thank yor for your great advic..
ReplyDelete