মস্তিষ্কের পরিশোধনের ছাকনী

আমাদের শরীর বিভিন্ন সময় বিভিন্ন প্রজাতির  ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় ফলে আমরা সহজেই জ্বর সর্দি কাশি ইত্যাদি দ্বারা আক্রান্ত হই কিন্তু আমাদের মনে কি কখনো  প্রশ্ন কেন আমাদের ব্রেন বা মস্তিষ্ক সহজে ভাইরাস বা ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয় না?????

হ্যা আমাদের ব্রেনে থাকা ব্লাড ব্রেন বেরিয়ার ( বিবিবি) এর কারনে আমাদের ব্রেন সহজে ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় না। ব্লাড ব্রেন বেরিয়ার হলো আমাদের ব্রেনের ব্লাড ভেসেল। যা আমাদের ব্রেনের মধ্যে প্রয়োজনীয় বিভিন্ন উপাদান যেমন অক্সিজেন, গ্লুকোজ ও পানি সহ বিভিন্ন প্রয়োজনীয় উপাদান এর চাহিদা নিশ্চিত করে।  কিন্তু  রক্তে উপস্থিত বিভিন্ন টক্সিক উপাদান ও ভাইরাস ব্যাকটেরিয়া হতে আমাদের ব্রেন কে রক্ষা করে।  বিবিবি এন্ডোথেলিয়াল টিস্যু দিয়ে নির্মিত। গবেষনায় দেখা গেছে- বিবিবি আমাদের ব্রেনের বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় ওষুধের মধ্যে ৯৫% কে ব্রেনে পৌছাতে দেয় না কারন বিবিবি এইসব ওষুধের মলিকিউলকে টক্সিক হিসাবে মনে করে।  এইজন্য পার্কিনসন ও এলজাইমারের মতো রোগের জন্য ওষুধ নির্ধারন করা ও চিকিৎসা ও অনেক কষ্টসাধ্য। গবেষকেরা এখনো নিরলস পরিশ্রম করে যাচ্ছে বিবিবি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আর এটা সম্ভব হলে অনেক কঠিন কঠিন নিউরোলজিক্যাল রোগের সমস্যা  নিমিষেই সমাধান ই হয়

Comments