ইদুরের হেপাটাইটিস 'ই' মানুষের শরীরে

প্রানী থেকে মানুষের শরীরে বিভিন্ন রোগ সংক্রমন নতুন কিছু নয়।  তবে এইবার ই প্রথমবার এর মতো মানুষের শরীরে ইদুরের হেপাটাইসিস 'ই' ভাইরাস সংক্রমন হয়েছে বলে হংকং এর গবেষকেরা জানান। হংকং এ ৫৬ বয়সী এক ব্যক্তির শরীরে এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। মানুষের শরীরে হেপাটাইটিস 'ই' এর যে প্রজাতিটি সংক্রমন ঘটায়, তা ইদুরের দেহে সংক্রামন ঘটনানো ই ভাইরাস নয়। মানুষ যে 'ই' ভাইরাসের প্রজাতি দিয়ে আক্রান্ত হয় তা মূলত পানির মাধ্যেমে শরীরে ঢুকে।  এইবার ই প্রথম ইদুর থেকে মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমন ধরা পড়ে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)  এর মতে বিশ্বজুড়ে গড়ে প্রায় দুইকোটি মানুষ হেপাটাইটিস - ই ভাইরাস এ আক্রান্ত হয়। জন্ডিস, ক্লান্তি, জ্বর, বমি বমি ভাব,  খাওয়ার অরুচি,  বদহজম, তলপেট ব্যাথা ইত্যাদি ই মূলত এই রোগের উপসর্গ।  হেপাটাইটিস এর মূলত ৫ প্রকার-

১. হেপাটাইটিস এ

২. হেপাটাইটিস বি

৩. হেপাটাইটিস সি

৪. হেপাটাইটিস ডি এবং 

৫. হেপাটাইটিস ই। 

আমেরিকার স্বাস্থ্য সংস্থা 'সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনসান ' এর একটা তথ্য মতে শুধু আমেরিকায় ই ৪.৪ মিলিয়ন  মানুষ হেপাটাইটিস 'বি ' ও 'সি' ভাইরাসে আক্রান্ত। 

Comments

Post a Comment