বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুসারে, ৩০০০ বছর পর এই ফুল ফুটতে দেখা যায় আর তখনই একটা পবিত্র ঘটনা ঘটে এই পৃথিবীতে আর তা হলো গৌতম বুদ্বের জন্ম। সংস্কৃতে এই ফুলের নাম উদুম্ভর অর্থ্যাৎ সুন্দর গন্ধ বিতরন কারী ফুল বাহ সুবাসিত ফুল। এটাকে স্বর্গের ফুল বলে ও আখ্যায়িত করা হয়েছে। এই ফুলের গন্ধ চন্দনের সুবাসের মতো। দেখতে অনেকটা লেস উইংস কীটের ডিমের মতো কিন্তু তফ্যাৎ টা বুজা যায় গন্ধের উপস্থিতিতে। ফুলের আকৃতি ১ মিলিমিটার। জলজ জায়গায় জন্মে এই বিরল ফুল। ২০০৭ সালের চীনের এক কৃষক তার বাগানে পানি দেয়ার পাইপে প্রথম এই ফুল ফুটতে দেখেন তারপর ২০১০ সালে চীনের জিয়ংঝি লুসান পাহাড়ে এক সন্ন্যাসীর ওয়াসিং মেশিনের নিচে এই ফুল ফুটতে দেখা যায়।
তথ্যঃ ইন্টারনেট
#আউটটপিক_লেখা
Comments
Post a Comment