প্রথম জেনেটিক শিশুর জন্মঃ
 |
Pic collected |
বংশ পরম্পরায় মানুষ যেসব রোগ মানুষ মাতৃগর্ভ থেকে বহন করে, ভ্রুনের জেনেটিক পরিবর্তন ঘটিয়ে তা ঠেকানো সম্ভব। জিনগত পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে প্রথম এইডস প্রতিরোধক্ষম মানবসন্তান জন্মগ্রহন করেছে বলে দাবী চীনের এক বিজ্ঞানীর। অধ্যাপক হি জনকুই নামের ওই বিজ্ঞানী দাবি করেন, মায়ের পেটে ভ্রুন অবস্থায় থাকতেই ঐ জমজ শিশুর ক্ষতিকর
'সিসি আর ৫' নামের জিন সরিয়ে ফেলতে সক্ষম হন তিনি। যদিও এই দাবির সত্যতা নিয়ে অনেক বিজ্ঞানীর মতবিরোধ রয়েছে।
১০ মিনিটেই ক্যান্সার শনাক্তকরা সম্ভবঃ
 |
Cancer Cell |
সম্প্রতি বিখ্যাত বিজ্ঞান সাময়িকী
Nature Communication এ একটি গবেষনাপত্র প্রকাশিত হয় যাতে বলা হয়েছে যে, মাত্র ১০ মিনিটে সহজ ও সাশ্রয়ী পরিক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্ত করা সম্ভব। এই ক্যান্সার শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেন বাংলাদেশী বিজ্ঞানী ও গবেষক ড. আবু সিনা ও অস্টেলিয়ান দুই গবেষক ড. লরা কারাসকোসা এবং অধ্যাপক ম্যাট ট্রাউ। তারা এই ক্যান্সার শনাক্তকরণ পদ্ধতির নাম দিয়েছেন
'Universal Cancer Biomarker'
Comments
Post a Comment