প্রতিনিয়তই আমাদের শরীর অভ্যন্তরে বিভিন্ন কাজ করে যাচ্ছে। ৬০ সেকেন্ডে আমাদের শরীরে কি কি কাজ সম্পন্ন হয়.... তাহলে চলুন জেনে নিইঃ
১. একজন পূর্নবয়স্ক মানুষ ১ মিনিটে ৭-৮ লিটার অক্সিজেন ইনহেল বা গ্রহন করে।
২. আমাদের ফুসফুস ঐ অক্সিজেনকে ১২০ মিলিয়ন রক্তকণিকা বা ব্লাড সেল এর মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অংশে প্রেরন করে।
৩. মানুষ বৈশ্বিক উষ্ণতার ০.০০৬% কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি করে চলেছে।
৪. আমাদের হার্ট মিনিটে ৬৯ বার পাম্প করে।
৫. আমাদের কিডনী মিনিটে ১-২ লিটার রক্ত পরিষ্কার করে।

৬. আমাদের হার্ট মাসেলে ১.৩৩ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হয় এবং সারা শরীরে ১০০ ওয়াটের মতো বিদ্যুৎ উৎপন্ন হয়।
৭. প্রতি মিনিটে ৮৬ মিলিয়ন ইলেকট্রিক্যাল সিগন্যাল আমাদের নিউরনে বা ব্রেনে যায়।
৮. চুল ০.০২ মিলিমিটার বড় হয়।
৯. আমাদের চোখ প্রতি মিনিটে ১৫-২০ বার নাড়াচাড়া করে।
১০. মিনিটে মুখে ০.৩ আউন্স লালা উৎপন্ন হয়।
Comments
Post a Comment