এপেনডিক্স কি সত্যিই আমাদের শরীরে কোন ভূমিকা রাখছে?#এপেন্ডিক্স #এপেন্ডিক্সের উপকারীতা

এপেন্ডিক্স কে আমাদের শরীরের বিলুপ্তপ্রায় অঙ্গ হিসাবে বিবেচনা করা হয়। বিভিন্ন পরিস্থিতিতে মানুষের এপেন্ডিক্স ৯ সেন্টিমিটার থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।  তবে ক্রোয়েশিয়ার জাগ্রেভ ( Zagrab ) নামক এক ব্যাক্তির শরীর থেকে ডাক্তাররা ২৬ সেন্টিমিটার লম্বা এপেনডিক্স এর অপসারন করেছিলেন।  এপেনডিক্স এর ব্যাস ৭-৮ মিলিমিটার। 

অবস্থানঃ এপেনডিক্সর সিকামে সাথে লেজের মতো সংযুক্ত থাকে ( ডান পাশে)।  ১০০,০০০ জনের মধ্যে ১ জনের এপেনডিক্স ই থাকে না ( অনেকের হার্ট বামপাশের থাকার জায়গায় ডানপাশে থাকে।  আমার এক বন্ধুর হার্ট ডানপাশে )।  কিছুদিন আগে বিজ্ঞানীরা মনে করতেন যে,  এপেনডিক্স মানুষের শরীরে একটা গুরুত্বহীন একটা অংশ তাই চিকিৎসকরা ও এপেন্ডিসাইটিস ( এপেন্ডিক্সের মুখে সিস্টের মতো জমে অথবা খাদ্যের পরিপাকের কিছু অংশ জমে ইনফেকশান এর সৃষ্টি করে) এর ভয়ে রোগীর শরীর থেকে অপারেশন এর মাধ্যমে এটিকে কেটে ফেলতেন। তবে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে, আমেরিকায় ১৫ জনে একজন এপেন্ডিসাইটিস এ আক্রান্ত হয়।  ২০১৩ সালের এক পরিসংখ্যান অনুযায়ী সারাবিশ্বে ১৬ মিলিয়ন মানুষ এপেন্ডিসাইটিস এ আক্রান্ত হয় এবং ৭২,০০০ জন মারা যায়( বাংলাদেশের আক্রান্তের সঠিক পরিসংখ্যান পাওয়া যায় নি)।  

সম্প্রতিকালে স্বাস্থ্যবিজ্ঞানীরা এপেনডিক্স সম্পর্কে কতগুলো চমকপ্রদ তথ্য দিয়েছেন, যা প্রমান করে এপেন্ডিক্স খুবই গুরুত্বপূর্ণ অংশ আমাদের মানবদেহের জন্য ঃ

১) এপেনডিক্সের দেয়ালে অতিরিক্ত পরিমানে প্রতিরক্ষা কোষ ( Immune cell) বিদ্যমান রয়েছে। যা আমাদের লিম্ফোয়েড অর্গান ( lymphoid Organ) হিসাবে কাজ করে।  যাকে আমরা লিম্ফোসাইট বলে থাকি। 
লিম্ফোয়েড অর্গান ঃ আমাদের প্রতিরক্ষা কোষের বৃদ্ধির জন্য লিম্ফোয়েড অর্গান খুবই গুরুত্বপূর্ণ। 

২) লিম্ফোসাইট   'বি ' কোষের ( B Cell) বৃদ্ধির জন্য কাজ করে।  'বি' কোষ আমাদের শরীরে এন্টিবডি তৈরি করে যা আমাদের শরীরে অবস্থানরত বিভিন্ন জীবানু ( ভাইরাস ও ব্যাকটেরিয়া) বা ক্ষতিকর উপাদান ( পরিপাক এ সৃষ্ট বিভিন্ন টক্সিক বা বিষ) ধ্বংস করতে সাহায্য করে এবং আমাদের শরীরকে ও সুস্থ ও রোগমুক্ত রাখে। 

৩) এন্টিবডি 'ইমিনিউগ্লোবিন এ' (Ig A) আমাদের এপেনডিক্স এ উৎপন্ন হয়। 

৪) বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়ার 'আতুরঘর' হিসাবে ও এপেনডিক্স কাজ করে। এই উপকারী ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্রের  বিভিন্ন ক্ষতিকর 'ব্যাকটেরিয়াল ইনফেকশানের' হাত থেকে আমাদের রক্ষা করে।  
এক গবেষনায় দেখা গেছে, যাদের এপেনডিক্স অপসারন করা হয়েছে তারা পরবর্তীতে বমি,  ডায়রিয়া,  পেট ব্যাথা ইত্যাদিতে বেশী আক্রান্ত হয়েছে।  

৫) এপেনডিক্স ভ্রুনের শারিরীক গড়নে ও ভূমিকা রাখে বলে গবেষনায় প্রমানিত হয়েছে।  বিভিন্ন এন্ডোক্রাইন কোষগুলো হিউম্যান ফিটাসে গুরুত্বপূর্ণ হিসাবে ভূমিকা পালন করে। একটি ভ্রুনের ১১ সপ্তাহের পর বিভিন্ন নিউরোট্রান্সমিটার ও হরমোনের ক্ষেত্রেও এই অংশের গুরুত্ব অপরিসীম। 


তথ্যসূত্রঃ উইকিপিডিয়া,  ইতিবৃত.কম,  হাসেম আল গালি সহ অন্যান্য।

Comments