Scorpion Venom এর উপকারীতা

Scorpion নামটির সাথে আমাদের পরিচয় না থাকলেও বহিবিশ্বে এর পরিচিতি ব্যাপক। বিশেষ করে বর্তমানে বিজ্ঞানী মহলে এর পরিচিতি আছে। আমাদের ভাষায় বলতে গেলে Scorpion হলো একরকমের বিচ্ছু। যার লেজের অগ্রভাগে বিষাক্ত হুল রয়েছে। Scorpion এর হুলের আঘাতে একজন পূর্নবয়স্ক মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার ও নজির আছে। এদের সারাপৃথিবীতে ১৭৫০ প্রজাতি রয়েছে।  এই পর্যন্ত ২৫ টা বিষাক্ত প্রজাতি পাওয়া গেছে যা একজন পূর্নবয়স্ক মানুষকে মেরে ফেলতে সক্ষম।
গবেষকেরা Scorpion এর বিষ নিয়ে গবেষনা চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে ফলপ্রসু ফলাফল ও পেয়েছেন। আমরা জানি যেকোন বিষই হলো প্রোটিন এবং Scorpion Venom এর কিছু প্রোটিন আমাদের ইমিনিউন সিস্টেম দূর্বল করতে সাহায্য করে এবং ম্যালেরিয়া প্রতিরোধক ওষুধ হিসাবেও কাজ করে।  বিষের মধ্যে পাওয়া এমিনো এসিড ( Amino acid ) আমাদের শরীরের মরণঘাতী টিউমার শনাক্ত করতেও কাজ করে বলে জানিয়েছেন গবেষকেরা।



Scorpion Venom এ দুইধরনের উপাদান পাওয়া গেছে যা রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে। এমন ই একটি Scorpion এর নাম -
Diplocentrus milici
বাসস্থানঃ মেক্সিকো
সারাবছরই এরা মাটির নিচে বসবাস করে আর বছরের কয়েকমাস শুধুমাত্র বর্ষার সময় এরা মাটির উপরে উঠে আসে। 

গবেষকেরা জানিয়েছেন, Diplocentrus milici এর বিষে Staphylococcus ব্যাকটেরিয়াকে মারার ক্ষমতা আছে। তাছাড়া যক্ষ্মা প্রতিরোধী ওষুধ (Antituberculent ) হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সক্ষমতা রয়েছে। যক্ষ্মার জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলোকে সরাসরি মেরে ফেলতে সক্ষম এবং তা পোষক দেহের কোন ক্ষতি ছাড়াই। 

পৃথিবীর দামী বিষগুলোর মধ্যে Scorpion  venom এগিয়ে আছে। ১ গ্যালন (৩.৭লিটার) বিষের দাম $৩৮,৫৮৫,৫০৭.৪৬ ডলার, যেখানে সমপরিমান কোবড়ার বিষের দাম $১৫৩,০০০ ডলার। একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি Scorpion মাত্র ২ মিলি পর্যন্ত বিষ দিতে পারে এটাই উচ্চদামের জন্য একমাত্র কারন। Scorpion venom ব্যাথানাশক হিসাবে কাজ করে। তাছাড়া আমাদের দেহের বিভিন্ন Autoimmune Disease গুলোকে কমাতে ও সাহায্য করে। 

VIDATOX কে (Blue Scorpion থেকে বিষ) বর্তমানে একটা গুরুত্বপূর্ণ এন্টিক্যান্সার ড্রাগ হিসাবে ধরা হয়। ক্লিনিক্যাল ট্রায়াল এ ওষুধটি ১০০০ জন মানুষের উপর প্রয়োগ করে ইতিবাচক ভূমিকা পেয়েছেন বলে গবেষকেরা দাবী করছেন।
বিভিন্ন ক্যান্সার ও টিউমার শনাক্তকরণ ও প্রতিরোধে, Rheumatoid arthritis, Osteoarthritis রোগ সারাতে Scorpion Venom ভূমিকা রাখবে বলে গবেষকেরা মনে করছেন।  তবে খুবই সামান্য পরিমানে পাওয়া যায় বলে এটাকে ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে, যাতে তৈরিকৃত ওষুধ সর্বসাধারনের হাতের নাগালে পাওয়া যায়।
 
তথ্যসূত্রঃ 1) Science nature 

Comments