হানতাভাইরাসঃ চীন ও সামাজিক মাধ্যম জুড়ে আতংক

হানতাভাইরাস হল একটি ভাইরাস যা সংক্রামিত ইঁদুর এবং কিছু অন্যান্য বুনো ইঁদুরে পাওয়া যায়। এটি Hanta Pulmonary Syndrome ( HPS ) নামের একটি বিরল মারাত্মক ফুসফুসের রোগের কা্রণে হয়। ভাইরাসটি তার হোস্টের বাইরে বেশিক্ষ্ণ সক্রিয় থাকে না। এক সপ্তাহ বাইরে এবং সরাসরি সূর্যের আলোতে কয়েক ঘন্টা বেচে থাকতে পারে। হানতাভাইরাসকে প্রথম কানাডায় ১৯৯৪ সালে সনাক্ত করা হয়েছিল। গবেষকরা অন্যান্য পূর্বের ঘটনাগুলোকে পর্যালোচনা করে সিদ্ধান্ত দেন যে, ১৯৯৪ সালের আগে কমপক্ষে আরও তিনটি ঘটনা ঘটেছিল, এটি প্রথম ১৯৮৯ সালে ঘটেছিল। ১৯৮৯ সালের পর থেকে সেখানে হানতাভাইরাস থেকে ১০৯ টি কেস নিশ্চিত হওয়া গেছে। কানাডার জনস্বাস্থ্য সংস্থা অনুসারে ( জানুয়ারী ২০১৫ ) কানাডায় ২৭ জন মারা গেছে। চীনে একজন হানতাভাইরাসে মারা যাওয়ার পর সামাজিক মাধ্যমে বেশ আতংক ছড়িয়েছে কারন রীতিমতো বিশ্ব এখনো COVID 19 নিয়ে বেশ আতংকিত।  তবে গবেষকেরা জানিয়েছেন, আপাতত এই ভাইরাস নিয়ে উদিগ্ন হওয়ার কিছু নেই।  মানুষ থেকে মানুষে এই ভাইরাস সংক্রামিত হয় না।  ইদুরের মলমূত্র, লালা থেকে এই ভাইরাস সংক্রামিত হয়, তাছাড়া সংক্রামিত ইদুর যদি কোন ব্যাক্তিকে কামড় দিয়ে থাকে তাহলে ঐ ব্যাক্তি এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। মানুষের হাতের মাধ্যমে এই ভাইরাস মুখের লালা বা মিউকাসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে।  হানতাভাইরাসের সুপ্তিকাল ১-৮ সপ্তাহ।
সুপ্তিকালঃ জীবানু শরীরে প্রবেশের পর লক্ষন প্রকাশিত হতে যে সময় নেয়।
Virus in cell
হানতাভাইরাস Hanta Pulmonary Symdrome ( HPS ) এর জন্য দায়ী। সাধারনত আক্রান্ত ব্যাক্তি প্রথম দিকে শুকনা কাশি, শরীর ব্যাথা,  জ্বরে আক্রান্ত হয় ,তারপর ৪-১০ দিন পর নিশ্বাস নিতে কষ্ট হওয়া, শরীর দূর্বল লাগা সহ অন্যান্য ফ্লু জাতীয় রোগের প্রকাশ করতে থাকে।  যা সম্পূর্ন ফ্লু ভাইরাস এর সাথে মিলে যায়। এই রোগের মৃত্যুহার ৩৮%। তবে CDC জানিয়েছেন, আপাতত এই ভাইরাস সারাবিশ্বে 'COVID 19' এর মতো ছড়াবে না তাই আতংকিত হওয়ার ও কিছু নেই বলে জানিয়েছেন। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতাই এই রোগের প্রতিরোধের উপায়। 

তথ্যসুত্রঃ CDC ( Center for Disease Control & Prevention ) এবং ইন্টারনেট।


ontrol & Prevention ) এবং ইন্টারনেট। 

Comments