![]() |
বাদুরের দেহে নতুন ৬ ধরনের করোনা প্রজাতির ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকেরা। গত ৯ এপ্রিল গবেষনাপত্রটি প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনভিত্তিক 'প্লস ওয়ান' জার্নালে। বর্তমান বিশ্বে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস বা কোভিড ১৯ ভাইরাস টিও এই পরিবারের সদস্য। বিজ্ঞানীরা সর্বশেষ জানিয়েছেন, কোভিড ১৯ সহ করোনা ভাইরাস পরিবারের সাত ধরনের ভাইরাস মানুষের শরীরে পেয়েছিলেন। তবে নতুন ভাবে বাদুরের শরীরে পাওয়া ভাইরাসের সাথে কোভিড ১৯, সার্স বা মার্স ভাইরাসের কোন জিনগত মিল নেই।মিয়ানমারে বিজ্ঞানীরা বাদুরের মধ্যে ঐ ৬ ধরনের নতুন ভাইরাস শনাক্ত করতে সক্ষম হয়। প্রানী থেকে কোন ক্ষতিকর ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে এটা জানতেই মিয়ানমার সরকারের অর্থায়নে এই গবেষনাটি চলছে।
কোভিড ১৯ এর উৎপত্তি ও ধারনা করা হয় বাদুর থেকেই ছড়িয়েছে। জানা গেছে, মিয়ানমারে গবেষকেরা ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ১১ প্রজাতির ৪৬৪ টি বাদুরের লালা ও মল সংগ্রহ করেছিলো। দেশটির ৩ টি অঞ্চল থেকে এই নমুনা সংগ্রহ করা হয়। এই অঞ্চলের বেশীরভাগ মানুষ বিভিন্ন কারনে বাদুরের সংস্পর্শে আসেন। বিজ্ঞানীরা বাদুরের লালা ও মলের নমুনার জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষন করে দেখেন এবং কোভিড ১৯ ভাইরাসের সাথে মিলিয়ে দেখেন। নতুন করোনা ভাইরাস গুলো তিন প্রজাতির বাদুরের মধ্যে পাওয়া গেছে। এর মধ্যে গ্রেটার এশিয়াটিক ইয়েলো প্রজাতির বাদুরের মধ্যে পাওয়া গেছে প্রেডিক্ট কভ ৯০,রিনকেল লিপড ফ্রি টেইলড বাদুরের মধ্যে পাওয়া গেছে প্রেডিক্ট কভ ৪৭ ও প্রেডিক্ট কভ ৮২ ভাইরাস। হর্সফিল্ডড লিফ নোজড বাদুরের মধ্যে পাওয়া গেছে প্রেডিক্ট কভ ৯২, প্রেডিক্ট কভ ৯৩ ও প্রেডিক্ট কভ ৯৬ ভাইরাস। গবেষকেরা জার্নালে উল্লেখ করেছেন, মানুষ থেকে মানুষে এই ভাইরাস গুলো ছড়ায় কিনা তা নিয়ে আরো গবেষনার প্রয়োজন। উল্লেখ করা প্রয়োজন, এই পৃথিবীরে ১ হাজার ৩০০ প্রজাতির বাদুর রয়েছে। শুধুমাত্র এন্টার্কটিকা ছাড়া সব মহাদেশেই কম বেশী বাদুরের দেখা পাওয়া যায়। অন্যান্য প্রানীর সাথে তুলনা করলে দেখা যায় যে, বাদুর দীর্ঘ আয়ুর অধিকারী এবং একটা গুহার মধ্যে একসাথে কয়েক লাখ বাদুর বসবাস করতে পারে। যেকারনে এই শরীরে ভাইরাস সহজে একটা বাদুর থেকে অন্যবাদুরে ছড়াতে পারে। বিজ্ঞানীদের মধ্যে একটা ধারনা রয়েছে যে, অত্যাধিক উড়ার সক্ষমতার কারনে বাদুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বদলে গেছে। এই অনুমানের ভিত্তিতে বিজ্ঞানীরা ও বাদুরের জেনেটিক গঠনে বেশ পরিবর্তন খুজে পেয়েছেন।
Ref:
Informative which isn't known to us.
ReplyDeleteThanks vai
Delete