![]() |
Covid 19 |
কিছুদিন আগেও 'আভিগান' ওষুধটি বিশ্বের মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিলো। জাপানে ফুজি ফিল্মের সহযোগী প্রতিষ্ঠান 'তোয়ামা ক্যামিক্যাল কোম্পানী' প্রথম উদ্ভাবন করে। ওষুধটির জেনেরিক নাম হলো 'ফ্যাভিপিরাভির'। করোনাভাইরাস মোকাবেলায় চীনের উহান শহরে করোনা পজিটিভ রোগীদের উপর এই ওষুধের প্রথম ট্রায়াল দেয়া হয়। করোনায় আক্রান্ত মৃদু ও মাঝারী রোগীর চিকিৎসায় বিকন ফার্মাসিউটিক্যালসের ব্র্যান্ড নেম 'ফ্যাভিপিরা' ওষুধের সংক্ষিপ্ত ক্লিনিক্যাল ট্রায়ালে ৯৬ ভাগ রোগী সেরে উঠার প্রমান মিলেছে। ঢাকার চারটি হাসপাতালে করোনা আক্রান্তদের রোগীদের উপর পরীক্ষায় দেখা গেছে, ১০ দিনের মধ্যেই ওষুধ সেবনে ৯৬ ভাগ রোগী সুস্থ হয়ে উঠেছেন।
![]() |
Favipira |
আভিগান কিভাবে কাজ করেঃ এটা আর এন এ( RNA) ভাইরাসের আর এন এ পলিমারেজ নামের এনজাইমকে বাধা দেয়। ফলে ভাইরাসটি দ্রুত বংশবৃদ্ধি করতে পারে না। তখন আমাদের শরীর ভাইরাল লোড কম থাকায় সহজে এটাকে মারতে পারে।
উল্লেখ্য বিশ্বে ১৪৭টি ভ্যাকসিন উন্নয়নের কাজ চলছে। ১৮টি ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে আর ১২৯টি প্রি ক্লিনিক্যাল পর্যায়ে আছে।
Comments
Post a Comment