দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্লাস্টিকে থাকা রাসায়নিক পদার্থ বাড়াচ্ছে মৃত্যুঝুকি।

একবিংশ শতাব্দীতে প্লাস্টিকের তৈরি জিনিষপত্র আমাদের জীবনে প্রত্যক্ষ ভাবে ভূমিকা পালন করে চলেছে। কিন্তু এই প্লাস্টিকে থাকা বিভিন্ন রাসায়নিক আমাদের শরীরের খাবার হজম থেকে শুরু করে হরমোনাল ইম-ব্যালেন্স সহ আরও নানাভাবে মারাত্মক প্রভাব রেখে চলেছে।  সম্প্রতি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্রোসম্যান স্কুল অব মেডিসিন এ পরিচালিত একটা গবেষনাপত্রে দেখানো হয়েছে যে,  আমাদের প্রত্যহ জীবনে ব্যবহৃত প্লাস্টিকের জিনিষপত্র যেমনঃ ফুড কন্টেইনার, প্লাস্টিকের কৌটা, মগ, কসমেটিকের বক্স, প্লাস্টিকে মোড়ানো সাবান ইত্যাদি তৈরি করতে ব্যবহৃত হয়  'থ্যালেটস' (phthalates)  নামক একটা রাসায়নিক পদার্থ। আর এই রাসায়নিক এর সংস্পর্শে আসার কারনে বয়স্ক মার্কিনিদের মৃত্যুঝুকি বেড়েই চলেছে।  গবেষনাপত্রে বলা হয়, প্রতিবছর এই 'ফ্যালেটস' এর কারনে নব্বই হাজার থেকে দেড় লক্ষ মার্কিনির মৃত্যু ঘটেছে শুধু আমেরিকায়, যাদের প্রত্যেকের বয়স ৫৫-৬৪ এর মধ্যে। গবেষকেরা এই ক্ষতিকে টাকার অংকে বলেছেন,শুধুমাত্র আমেরিকায় এইজন্য ৪০-৪৭বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে। খেলনা, কাপড়চোপড়, শ্যাম্পু, প্ল্যাস্টিকে রাখা প্রক্রিয়াজাত খাবার সহ শত শত পন্যে এই ক্ষতিকর রাসায়নিক এর উপস্থিতি পাওয়া গেছে। প্রতিদিন ব্যবহারের ফলে ফ্যালেটস নামে এই বিষাক্ত রাসায়নিক  আমাদের শরীরে গিয়ে শরীরতাত্ত্বিক বিভিন্ন প্রক্রিয়াকে যেমন ব্যাহত করছে, তেমনি স্থুলতা,ডায়াবেটিস, হৃদরোগসহ আরো নানারকম রোগের ঝুকি বাড়াচ্ছে। বছরের পর বছর ব্যবহারের ফলে এই রাসায়নিক আমাদের শরীরের নানারূপ দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলছে। আমাদের উচিত আরও দেরি হওয়ার আগেই এ অবস্থা থেকে উত্তরনের উপায় খোঁজা। আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য একটা নিরাপদ ও আবাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া। 

তথ্যসূত্রঃ 
https://nyulangone.org/news/cnn-health-endocrine-disrupting-chemicals-consumer-products-linked-early-death-study-finds https://nyulangone.org/news/safer-replacements-harmful-chemical-plastics-may-be-risky-human-health-studies-suggest

Comments

Post a Comment